ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
নাটোরের সিংড়ায়  তিনটি বাড়িতে প্রতিপক্ষের হামলা ও লুটপাট। 

নাটোরের সিংড়ায়  তিনটি বাড়িতে প্রতিপক্ষের হামলা ও লুটপাট। 

সিংড়া ( নাটোর) প্রতিনিধি,
নাটোরের সিংড়ায় ভ্যান চালকের সাথে ভাড়াকে কেন্দ্র করে কয়া পাড়া ও কৈগ্রাম এর মধ্য সম্প্রতি সংঘর্ষের সুত্রপাত ঘটে। এরই জের ধরে শনিবার সকালে আব্দুল মান্নানের নেতৃত্বে ৩ টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
এসময় প্রতিপক্ষ কৈগ্রামের দুলাল হোসেনের বাড়িতে ব্যপক ভাংচুর ও লুটপাট চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০/৬০ জন সশস্ত্র অবস্থায় ঘরের তালা ভেঙ্গে সকল আসবাবপত্র ভাংচুর এবং ঘরের মালামাল লুটপাট করে। এ সময়  চারটি ফ্রিজনগদ টাকা, পাঁচ ভরি সোনার গহনা মনিটরসহ প্রায়  ৫ লক্ষ টাকা লুট করে। পরে আব্দুর রশিদ, হাবিবুরের বাড়িতে হামলা করে রশিদের বাড়ির ১ টি গরু ও ৬ টি ছাগল লুট করে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান,  দুই দল গ্রামবাসির মধ্য উত্তেজনা নিরসনে টহল জোড়দার রয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত। স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি
ভ্যানে যাতায়াতের সময় কৈগ্রামের জনৈক মহিলার সাথে ভ্যান চালকের কথা কাটাকাটি হয়, এ নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে কয়াপাড়া ও কৈগ্রাম দুই দল গ্রামবাসির মধ্য হাতাহাতি এবং সংঘর্ষ হয়। এতে দু পক্ষের প্রায় ৫/৭ জন আহত হয়। পরে আহত অবস্থায় কয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফা মারা যায়।
অপরদিকে কৈগ্রামের বেনজির আহমেদ ভুট্টু  বগুড়া মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST