ঘোষনা:
ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী।

ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী।

নীলফামারী প্রতিনিধি ,

র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ০৮/০৮/১৯খ্রিঃ তারিখ রাত ০০:০৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ০২নং কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামস্থ মোঃ তমসের এর ছেলে আলম মাষ্টারের বসত বাড়ীর পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তাইজুল ইসলাম (২১), পিতা- মৃত তালেব, সাং-হরিহরপুর, থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে আটক করে। আসামীকে ধৃত করার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দিনাজপুর জেলার বিরামপুর থানাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য তথা ফেন্সিডিল সরবরাহ করত জানায়। পরবর্তীতে উক্ত আসামীর নামে মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST