ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

ঝালকাঠি জেলা প্রতিনিধি,

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, রোববার (২৯সেপ্টেম্বর) রাতে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিশুটির মা বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এরপর ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
ঝালকাঠির কাঁঠালিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় জাকির হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪৫ নং বড় কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বাড়ি উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে, বাবার নাম আব্দুল খালেক।
মামলার উদ্ধৃতি দিয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সহকারী শিক্ষক জাকির হোসেন তৃতীয় শ্রেণিতে বাংলা বিষয়ে পাঠদানের সময় দীর্ঘদিন ধরে শিশুটিকে নানা অযুহাতে যৌন নিপীড়ন করে আসছিলেন। গত ২১ সেপ্টেম্বর রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। তার মাও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এরপর তিনি বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছিল।
তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক জাকির হোসেনকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST