স্টাফ রিপোর্টার,
বৃহষ্পতিবার রাতে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী গ্রামের সীমান্ত পাড়ায় এক কৃষকের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা হতে ৪টার মধ্যে কোন এক সময়ে পলাশবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড তরনীবাড়ী গ্রামের সীমান্ত পাড়ার মৃত ভেদল বর্মনের ছেলে করুণা কান্ত রায়ের গোয়াল ঘরে রাখা একটি ষাড় ও একটি গাভী চোরেরা বের করলেও ষাড় গরুটি ছেড়ে দিয়ে গাভীটি নিয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য ৪০ হাজার টাকা। ভোর রাতে কৃষক করুণা কান্ত গোয়াল ঘরের দরজা খোলা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন গোয়াল ঘরে গরু নেই।খোজাখোজির পর বাড়ীর পার্শে ষাড় গরুটি পাওয়া যায়। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুনীল চন্দ্র রায় চুরির বিষয়টি নিশ্চিত করেন।