বগুড়া প্রতিনিধি ,
বগুড়ায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
আটক দু’জন হলেন- বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহাপাড়া এলাকার মো. নজরুল ইসলাম নজুর স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও একই উপজেলার গজারিয়া মধ্যপাড়া এলাকার মো. ইমদাদুল হকের ছেলে মো. মিলটন মাহামুদ (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।