বগুড়া প্রতিনিধি ,
৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে বগুড়া ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে শহরতলীর ভবের বাজার রহমানিয়া হোটেলের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় ওয়ার্ড আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. রেজাউল করিম মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, শহর আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, শহর আ’লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন শাহীন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুলাহ আল মামুন মিলু, পৌর আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুর রহমান লিটন, শহর যুবলীগ নেতা মোশারফ হোসেন বুলবুল, জাতীয় শ্রমিকলীগ যুব-কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার, শহর শ্রমিকলীগ উত্তর এর সভাপতি শেখ জালাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সোহানুর রহমান শিমুল, ইমদাদুল হক ইমদাদ, রাকিব মাহমুদ রাখি, রাকিবুল হাসান সোহাগ, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রতন।