ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, আটক ১।

শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, আটক ১।

রাজশাহি প্রতিবেদক ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীদের মারধর ও লাঠিচার্জ করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাবি প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কালে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের একজনকে আব্দুল্লাহ শুভ আটক করেছে মতিহার থানা পুলিশ। শুভ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বয়ক।
শিক্ষাথীরা জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যার পর শিক্ষার্থীরা রাবি প্রধান ফটকে অবস্থান নেয়। পরে কয়েকজন শিক্ষক-কর্মচারীরা সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে। একপর্যায়ে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীর হাতাহাতির ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে একজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিকে মহাসড়ক অবরোধকালে রাস্তার দু’পাশে তীব্র যানযট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা দাবী করেছে এঘটনায় রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্র অধিকার সংরক্ষণের যুগ্ম-আহ্বায়ক ও ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম, আরবী সাহিত্য বিভাগের মাজহারুল ইসলাম, রাবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি রিদম শাহরিয়ার আহত হয়েছে।
এ বিষয়ে মতিহার জোনের এ সি মাসুদ রানা জানান, শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেছি। কিন্তু তারা না সরলে ছত্রভঙ্গ করে দিয়েছি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরাই পুলিশের উপর হামলা করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST