ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা নীলফামারীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভারতে বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা কালো তালিকাভুক্ত
শহীদ নূর হোসেনকে কটূক্তির প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

শহীদ নূর হোসেনকে কটূক্তির প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

রংপুর প্রতিবেদক ,
শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তৃতীয় দিনের মতো রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবারও স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনকে কটূক্তির প্রতিবাদে বেলা ১১টায় নগরীর কাচারিবাজারে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে নব্বইর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শুধু শহীদ নূর হোসেনের পরিবার ও গণতন্ত্রকে অপমান করেননি। তিনি রংপুর অঞ্চলের সহজ-সরল মানুষকে অপমান করেছেন। এই কটূক্তির জন্য শুধু বিবৃতি দিয়ে ক্ষমা চাইলে দেশের মানুষ রাঙ্গাকে ক্ষমা করবে না। এজন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে এবং নূর হোসেনের মায়ের কাছে স্ব-শরীরে গিয়ে ক্ষমা চাইতে হবে।দ্রুত ক্ষমা না চাইলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে রাঙ্গাকে দমন এবং তাকে রংপুরে ঢুকতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন বক্তারা। এছাড়া তার (রাঙ্গা) অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তুষার কান্তি মণ্ডল, সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান লাকু, বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস, জাসদ নেতা গৌতম রায়, ওয়ার্কার্স পার্টির নেতা মাজিরুল ইসলাম লিটন, শিক্ষক নেতা সাফিয়ার রহমান, ডা. সৈয়দ মামুনার রশীদ, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দেবদাস ঘোষ দেবু, সাবেক ছাত্রনেতা নওশাদ রশীদ, আজিজুল ইসলাম, ওবায়দুর রহমান ময়না, মোস্তফা, অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, সাংবাদিক নেতা রফিক সরকার ও আবেদুল হাফিজ। মানববন্ধন পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম খুররম।
অন্যদিকে দুপুর ২টায় কোর্ট চত্বরে একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবী পরিষদ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST