বগুড়ায় সদরে সৃজন একাডেমিতে পিইসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ।
বগুড়া প্রতিনিধি ,
শনিবার সকালে বগুড়া সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃজন একাডেমিতে প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৯ এর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, ফলাফল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ৩ মাস ব্যাপী পিইসি প্রস্তুতি ক্লাস শেষে সমাপনী দিন উপলক্ষে এ আয়োজন করা হয়। চূড়ান্ত টেষ্ট পরিক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে পরিচাল রাহাতুল আলম রাহাত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বোর্ড পরিক্ষায় ভাল নম্বর পেতে করনীয় শীর্ষক আলোচনা করেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন মেধাবী শিক্ষার্থী এবং অভিভাবকবৃৃন্দ। টেষ্ট পরিক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের পুরষ্কার এবং সকল পরিক্ষার্থীদের পরিক্ষা উপকরন বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।