গ্রামপোষ্ট ডেস্ক ,
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী, র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ১৬/১১/১৯ নীলফামারী জেলার সদর থানাধীন নীলফামারী পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ নীল প্রতিভাপাড়া গ্রামের ডাকবাংলো সড়কের মোঃ মাহমুদের দোকানের মোঃ জাহিদ হোসেনের বসত বাড়ির বিপরীদে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে (ক) ৩০ (ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট (খ) মাদক বিক্রিত নগদ ৫০.০০ (পঞ্চাশ) টাকা (গ) মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইলসেট এবং (ঘ) মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১১০সিসির ০১ (এক) টি মোটর সাইকেল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ টুল টুল হোসেন (৩৩), পিতাঃ মৃত আব্দুল কাদের, সাং- নীল প্রতিভা পাড়া, নীলফামারী পৌরসভা ০৮নং ওয়ার্ড, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারীকে আটক করে। উক্ত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।খবর বিজ্ঞপ্তি।