সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
পেঁয়াজের দাম নিয়ন্ত্রেণে প্রশাসনিক তৎপরতার পরও নীলফামারীর সৈয়দপুর খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেনি। বরং দিন দিন আরও দাম বেড়েই চলেছে। গত রবিবার স্থানীয় বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা দরে। গ্রামে খুচরা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। মাত্র ২/৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ১৩০ টাকা। অথচ নিম্ন আয়ের মানুষের খাবারের মোটা চাল প্রতি কেজি ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে।আর ১ কেজি পেঁয়াজের দামে চাল মিলছে ১০ কেজি। সকালে সৈয়দপুরে খুচরা সবজি বাজারে ঘুরে এমন চিত্র মিলেছে। অথচ ২/৩ দিন আগে ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ফলে দামের ঝাঁজে অস্থির হয়ে উঠেছে ক্রেতারা। গত ২ মাস যাবত সৈয়দপুরের বাজারে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে আড়তদাররা ইচ্ছামত পেঁয়াজের দাম নির্ধারত করে বিক্রি করছেন। ফলে পেঁয়াজের মূল্য কমার লক্ষন দেখা যাচ্ছে না। দাম বাড়ার বিষয়ে আড়তদাররা জানান, পাবনা ও কুষ্টিয়ার স্থানীয় মোকামে পেঁয়াজের আমাদানী কম হওয়ায় ওই অঞ্চল থেকে পেঁয়াজ আসছে না। পেঁয়াজের আমদানী কমে যাওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে। ভুক্তভোগী ক্রেতারা বলছেন। প্রশাসনের নিয়মিত নজরদারী থাকলে বাজারে সিন্ডিকেট কোন সুবিধা করতে পারবে না। তারা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া জানান, বাজার নিয়ন্ত্রণে নজরদারী শুরু হয়েছে। ইতিমধ্যে একটি অভিযান পরিচালনা হয়েছে। আশাকরি দাম নিয়ন্ত্রণে আসবে।