নীলফামারী প্রতিনিধি ,
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ৩৮৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী হাটে “পলাশবাড়ীহাট” নামে এ শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. সাজেদুর রহমান খান, মহাব্যবস্থাপক রংপুর বদিউজ্জামান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জোনাল ব্যবস্থাপক আজিজুল হক প্রমুখ।