ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন
জীবন সংগ্রাম চলে,প্রতিবন্ধির এক পা দিয়ে বাইসাইকেল চালিয়ে কবুতর বিক্রি।

জীবন সংগ্রাম চলে,প্রতিবন্ধির এক পা দিয়ে বাইসাইকেল চালিয়ে কবুতর বিক্রি।

নীলফামারী প্রতিনিধি ,
প্রতিবন্ধি মিন্টু রায়। বয়স ৩২ বছর। এক পা দিয়ে সাইকেল চালিয়ে কবুতর বিক্রি করে হার মানিয়েছে প্রতিবন্ধিত্ব। সে প্রত্যন্ত গ্রাম থেকে কবুতর কিনে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে বাড়তি লাভটুকু দিয়ে সংসারের হাল ধরে রেখেছেন।
নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়নের দুবাছুরী মিয়া পাড়ার দীনেশ চন্দ্র রায়ের ছেলে প্রতিবন্ধি মিন্টু রায় (৩২)। জন্মগত ভাবে তার ডান পা অচল, পা আছে তবে পায়ে শক্তি নেই,ওই পা দিয়ে হাটতে চলতে পারেনা। তার চলার সম্বল বাঁশের একটি লাঠি। কবুতর বিক্রির জন্য বাইসাইকেল নিয়ে চলেন বিভিন্ন হাট বাজারে। তিনি এক পা দিয়ে বাইসাইকেল চালান। আরেক পায়ের জন্য সাহায্যকারী হিসেবে নিয়েছেন বাঁশের লাঠি। তার বাড়ী নীলফামারী শহড় থেকে উত্তরে ৮ কিলোমিটার দুরে। সে বিয়ে করেন ১৫ বছর পূর্বে। তার দু’ই সন্তান রয়েছে। সে বড় অসহায়, রাতে ঘুমানোর ঠাঁই টুকু নেই নিজের। অন্যের ভিটেতে একটি কুঁড়ে ঘড় তুলেছেন, সে ঘড়েই স্ত্রী সন্তান নিয়ে রাত কাটান।
সে অভাবের তারনায় এক পা দিয়ে বিয়ের পর থেকে কবুতর বিক্রি করে সংসার চালাচ্ছেন। কবুতর বিক্রি করে লাভের টাকা দিয়ে সংসারের প্রয়োজনীয় চাহিদা মেটান। তার একটি ছেলে একটি মেয়ে, তাদের পড়াশুনার খরচ জোগানোর কোন বাড়তি উপায় নেই, তবুও খেয়ে না খেয়ে সন্তান দ’ুটিকে পড়াশুনা করাচ্ছেন ৪র্থ ও ৭ম শ্রেণীতে।
এ বিষয়ে প্রতিবন্ধি মিন্টু রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমার অভাবের সংসার, চলতে না পারলেও পেটের যন্ত্রনায় এক পা দিয়ে ছুটতে হয় কবুতর বেচাকেনায়। আমি গ্রামে ঘুড়ে ঘুড়ে মানুষের বাড়ী থেকে কবুতর কিনে সেই কবুতর হাটে নিয়ে বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে কোনো রকমে আমার সংসার চলে। প্রতিদিন আমার দেড়’শ থেকে দুই’শ টাকা লাভ হয়। সে বলেন আমি শুধু প্রতিবন্ধি ভাতা পাই, এটা দিয়ে আমার সংসার চালানো ও সন্তানের লেখাপড়া খরচ জোগানো সাধ্যের বাহিরে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমি প্রতিবিন্ধি ভাতার ব্যবস্থা করে দিয়েছি, বিভিন্ন সরকারী সাহায্য আসলে আমি তাকে দিয়ে থাকি। তার পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য ওই ওয়ার্ডের মেম্বারকে বলেছি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST