গ্রামপোষ্ট ডেস্ক ,
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা দিয়েছে।আজ বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের প্যাডে সভাপতি দেওয়ান কামাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ২০১৯-২০২১ মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা।
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আখতার হোসেন বাদল সভাপতি ও মহসিনুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, গত ২২ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
এতে কাউন্সিলর তৈরি নিয়ে অভিযোগ উঠাসহ বিভিন্ন কারণে সেদিন শীর্ষ পদের নেতাদের নাম প্রকাশ করা হয় নি।তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে বুধবার বিকেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।