ষ্টাফ রিপোর্টার ,
সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে নীলফামারী খাদ্য বিভাগ। বুধবার সকালে স্থানীয় সরকারী খাদ্য গুদাম প্রাঙ্গনে সদরের ল²ীচাপের কৃষক মোশাররফ হোসেনের কাছ থেকে ১মেট্রিক ধান সংগহ করা হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
প্রতি কেজি ধান ২৬টাকা দরে নীলফামারীর ৬উপজেলার ১২হাজার ৮০৭জন কৃষকের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষকের কাছ থেকে ১মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সদর ইউএনও এলিনা আখতার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন ও বিভিন্ন এলাকার কৃষকগন উপস্থিত ছিলেন।