স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটির সভাপতি হলেন মাইনুল আরফিন সপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি।
নীলফামারী জেলা ছাত্রলীগ কমিটি এ দু’ জনকে ৭ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত দেন। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। অনুমোদনে স্বাক্ষর করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার। এ কমিটিকে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বলেন-ছাত্ররা সব সময় দেশের উপকারে এসেছে তোমরা সুখি সমৃদ্ধ কিশোরগঞ্জ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমাদের আশা।