নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারী জলঢাকায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা মনোনিত হয়েছেন গোলজারে বেগম রুপা।জলঢাকায় পশ্চিম শিমুলবাড়ী কোচপাড়া প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষিকা রূপা,শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে । তিনি ২০০৯ সালে শিক্ষকতা পর্দাপণ করেন র্ধমপাল তহশীলদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে । পরবতীতে ২০১০ সালে পশ্চিম শিমুলবাড়ী কোচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদান করে আজ অব্দী সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠ দান করে আসছেন। তার বাবা অবসরপ্রাপ্ত মোঃ জমসেদ আলম অত্র বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
মঙ্গলবার দুপুরে জলঢাকা উপজেলায় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষকদের এই ফলাফল প্রকাশ করেছে উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি। এতে সহকারী শিক্ষিকা হিসাবে মনোনিত হয়েছেন। পশ্চিম শিমুলবাড়ী কোচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গোলজারে বেগম রূপা।#