আতিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নীলফামারী ,
নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বিপিএল’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ২০মিনিটে টসে জিতে প্রথম সুট করে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস ১-০গোলে উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বসুন্ধরা কিংস আর উত্তর বারিধারা ক্লাব অনেক সুযোগ পেয়েও গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে উঠেন দুই দলই। খেলতে থাকেন মারমুখী হয়ে। অবশেষে ৪২মিনিটের মাথায় বসুন্ধরা কিংস’এর ড্যানিয়েল কনিলডারস সোলেরা প্রথম গোলটি করে দলকে বিজয়ী করেন। বসুন্ধরা কিংস’র এ বিজয়ে গ্যালারীতে বসে থাকা হাজারো দর্শক আনন্দ আর উল্লাসে ফেটে পড়েন।