ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ
মানুষের বিনোদনের জন্য ইকো পার্ক নির্মান হবে জলঢাকায় -, বন ও পরিবেশ মন্ত্রী।

মানুষের বিনোদনের জন্য ইকো পার্ক নির্মান হবে জলঢাকায় -, বন ও পরিবেশ মন্ত্রী।

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি,
মানুষের বিনোদনের জন্য জলঢাকায় ইকো পার্ক নির্মান হবে। এমন ঘোষনা দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী মোঃ সাহাব উদ্দিন বলেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার কাজ করছে। পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধসহ তামাক চাষ থেকে এ অঞ্চলের মানুষকে বিরত থাকার আহবান জানান তিনি। শনিবার দুপুরে উপজেলার গোলনা ইউনিয়নে নীলফামারী জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগ রংপুর আয়োজিত প্রস্তাবিত ইকো পার্ক এলাকা পরিদর্শন ও সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মেজর অব: রানা মোহাম্মদ সোহেল, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার সংসদ সদস্য নীলফামারী-১, জিয়াউল হাসান এনডিসি সচিব বন ও পরিবেশ মন্ত্রনালয়, সফিউল আলম চৌধুরী প্রধান বন সংরক্ষন বন অধিদপ্তর মাহমুদ হাসান, অতি: সচিব (পরিবেশ) বন ও পরিবেশ মন্ত্রণালয়, আহমদ শামীম আল রাজী অতি: সচিব (উন্নয়ন) বন ও পরিবেশ মন্ত্রণালয়, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির। মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, ৭৬ একর জমির উপর প্রস্তাবিত ইকো পার্কটি নির্মান হলে এ অঞ্চলের মানুষের সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। তিনি বলেন সৈয়দপুর বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানের বিমান বন্দর করার কাজ দ্রুত এগিয়ে চলছে। নীলফামারী জেলাকে অর্থনৈতিক জোন করার আশ্বাস দিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন সকলে নিকট। এর আগে ৩৭ জন উপকার ভোগীদের মাঝে ৪ লক্ষ ৮২ হাজার টাকার চেক বিতরণ করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST