ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের
ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচারে আটোয়ারীর এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচারে আটোয়ারীর এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

পঞ্চগড় প্রতিনিধি,
সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে মো. ফরিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ তাকে গ্রেফতার করে আটোয়ারী থানায় সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। তার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার যাদববাটি গ্রামে। সে ওই গ্রামের মো. পৈমদ্দিনের ছেলে।
র‌্যাব-১৩ জানায়, সোস্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে গুজব সৃষ্টি এবং অপপ্রচারের অভিযোগে অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ফোন জব্দ করে তার ব্যবহৃত ফেইসবুক আইডি সার্চ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্ট দেয়ার প্রমাণ পাওয়া যায়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফরিদুল তার অপরাধের কথা স্বীকার করেছে। র‌্যাব-১৩ (পুলিশ পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন) বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে তাকে আটোয়ারী থানায় সোপর্দ করা হয়।
র‌্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ এর এএসপি আ ন ম ইমরান খান ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইজারউদ্দিন এক যুবককে গ্রেফতার করার কথা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। #





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST