মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি,
নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিল উদ্দ্যোগে ৫০ জন রিকশাচালকের মাঝে খাদ্য সামগ্রী চাল ৩কেজি ,দেড় কেজি আলু, ডাল ২৫০গ্রাম ও একটি মাস্ক বিতরণ করেছেন। মঙ্গলবার (৩১ই মার্চ) নীলফামারী সরকারি কলেজের সামনে দাড়িয়ে থাকা রিকশাচালকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল সাহিব, সহ-সম্পাদক রিদয় দিপ্ত, রকিবুল অনিক, সদস্য রায়হানুল ইসলাম, লিসার ইসলাম, রনি, ছাত্রলীগ কর্মী সোহাস, কামাল বাবু, রাহাদ, সুজন, কাওসার, আপন, রাসেদ সহ আরো অনেকে। চাল, ডাল ও আলু পেয়ে রিকশাচালকদের মুখে হাসির ছায়া ফুটে উঠে। অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে রিকশাওয়ালা আব্দুর রহিম জানায়, আগত হামার দিনে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হত। কয়দিন ধরে রাস্তাঘাট শূন্য। মানুষ না থাকায় যাত্রী হয় না। সকাল থেকে রাত পর্যন্ত রিকসা চালিয়ে ৫০/৬০ টাকার বেশি রোজগার হয় না এবং তা দিয়ে পরিবারের ৩ বেলা খাওয়াও হয় না। আজ চাল, ডাল, আলু পেয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে। দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি হামাক করোনা ভাইরাস থেকে মুক্তি দেন।