ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের
নীলফামারীতে বৃষ্টিতে আগাম আলু চাষীদের স্বপ্নে গুড়ে বালি

নীলফামারীতে বৃষ্টিতে আগাম আলু চাষীদের স্বপ্নে গুড়ে বালি

মোঃ মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার,

আশ্বিনা বৃষ্টিপাতে নীলফামারীর কিশোরগঞ্জের আগাম আলু চাষিদের স্বপ্ন এখন গুড়ে বালি। এ উপজেলার কৃষাণ-কৃষাণীদের নাড়ির স্পন্দন আগাম আলুতে প্রতি বছর ঙ্গর্ষণীয় সাফল্য অর্জন করায় চলতি বছর আগাম আলু চাষে মেতে উঠেন কৃষক। কিন্তু গত কয়েক দিনের বৈরী আবহাওয়া আর দু’দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক কৃষকে আলু ক্ষেত। এতে দুচিন্তায় পড়েছেন আগাম আলু চাষিরা। জমিতে আলুর বীজ পচে যাওয়াসহ সঠিক সময়ে ঘরে রাখা আলু জমিতে লাগানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন বর্ষণ অব্যাহত থাকলে জমিতে রোপণকৃত আলু পচে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা।
সরেজমিনে গত কাল সোমবার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, চলতি বছর আশ্বিন মাসের শুরুতে আবহাওয়া অনুক’লে থাকায় অনেক চাষি প্রস্ততকৃত জমিতে সেভেন জাতের আলু রোপণ করেছেন। আলু চারা গজিয়ে ওঠার আগেই দু’দিনের ভারী বৃষ্টিতে অনেক ক্ষেতের আলু মাটির নিচে পচে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে আলু চাষাবাদের জন্য সরকারের নিকট প্রণোদনার দাবি জানান তারা।
বাহাগিলী ইউপি’র উত্তর দুরাকুটি গ্রামের কৃষক শেরিফ জানান, কয়েকদিন আগে রোপণকৃত ৩ বিঘা জমির আলু বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। এ জমির আলু পচে যাওয়া ছাড়া বাচাঁনোর উপায় নেই। এতে ৬০হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হবে।
একই গ্রামের হাড়িবেচা পাড়ার আঃ আজিজ জানান, তিনি আলু রোপণের জন্য ৬০ বিঘা জমিতে প্রস্ততসহ ১৫ দিন আগে ৩০০শ বস্তা আলু হিমাগার থেকে বাড়িতে মজুদ করা হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার জন্য রোপণ করতে পারছিন না। সেই প্রস্ততকরা জমি হয়েছে নষ্ট।

অপর আলু চাষি শামীম হোসেন বাবু জানান, তার ৪বিঘা জমির আলু পানির নিচে তলিয়ে গেছে। এতে তার ৮০হাজার টাকা ক্ষতি হবে।এরকম অন্যান্য ইউনিয়নের অনেক কৃষকের আলু পানি নিচে তলিয়ে যায়।এতে নতুন ভাবে আলু রোপণের চিন্তায় মুষড়ে পড়েছেন। অনেক কৃষক পানির নিচে তলিয়ে যাওয়া বীজ আলু উত্তোল করছেন।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান,উপজেলার কিছু এলাকার নিচু জমির আলু তলিয়ে গেছে, উচু জমির আলু কোন ক্ষতির আংশকা নেই। মাঠ পর্যায়ে আলু চাষিদেও সার্বিক ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছর ৪ হাজার ১৪ হেক্টও জমিতে আগাম আলু আবাদেও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST