ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু। নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
শেষ পর্যন্ত লড়াই করে ৩১৬ রানে থামলো অস্ট্রেলিয়া।ভারতের জয় ।

শেষ পর্যন্ত লড়াই করে ৩১৬ রানে থামলো অস্ট্রেলিয়া।ভারতের জয় ।

নতুন বলের দুই বোলার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরা মিলে ভাগাভাগি করে নিয়েছেন ৬ উইকেট। ছবি: রয়টার্স ।

খেলা ডেস্ক ,

৩৫৩ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে রেকর্ড গড়তে হতো। তা না হলেও শেষ পর্যন্ত লড়াই করে ৩১৬ রানে থামলো অস্ট্রেলিয়া। আর শিখর ধাওয়ানের সেঞ্চুরি, বিরাট কোহলির অধিনায়কসুলভ ইনিংস, রোহিত শর্মার ফিফটি, হার্দিক পান্ডিয়া ও ধোনির ঝড়ো ব্যাটিংয়ে আগেই জয়ের ভিত পেয়ে যাওয়া ভারত তুলে নিল ৩৬ রানের জয়। চলতি বিশ্বকাপে কোহলিদের এটি টানা দ্বিতীয় জয়।

ভারতের ছুড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৬১ রান সংগ্রহ করেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু তাদের ধীর ব্যাটিং শুরুতেই ব্যাক ফুটে ঠেলে দেয় অস্ট্রেলিয়াকে। দুজনের জুটি স্থায়ী হয় ১৩.১ ওভার পর্যন্ত, কিন্তু জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের পেস আক্রমণের সামনে দুই অজি ব্যাটসম্যানকে রীতিমত অসহায় মনে হয়েছে।

চাপে পড়ে যাওয়া দলকে উদ্ধার করতে গিয়ে কিছুটা আগ্রাসী ব্যাট করেন ফিঞ্চ। কিন্তু রান আউটের খাড়ায় কাটা পড়ে শেষ হয় তার ৩৫ বলে ৩৬ রানের ইনিংস। এরপর ওয়ার্নারের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ। মাঝে ফিফটির দেখা পান ওয়ার্নার। কিন্তু যুজবেন্দ্র চাহালের বলে ভুবনেশ্বরের হাতে ক্যাচ তুলে দিলে তার ধীরলয়ের ইনিংস শেষ হয় ৫৬ রানে। এই ইনিংস খেলতে ৮৪ বল খেলেছেন অজি ওপেনার, চারের মার ৫টি।

স্মিথ আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু সাবেক অধিনায়কের ৭০ বল স্থায়ী ইনিংস শেষ হয় ৬৯ রানে। ৩৯ বলে ৪২ রানের ইনিংস আসে উসমান খাজার ব্যাট থেকে। মাত্র ১৪ বলে ২৮ রানের ক্যামিও ঝলকে আশা জাগিয়েছিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। ঝড় তুলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারিও।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়ার আগে ক্যারির ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস। ৫ চার ও ১ ছক্কায় সাজানো এই ইনিংসটি অজিদের হতাশা বাড়ানো ছাড়া তেমন কাজে আসেনি। বরং বাকিদের ব্যর্থতায় ঠিক ৫০ ওভার পর্যন্ত ব্যাট করেও সব উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর ও বুমরাহ। ২টি উইকেট গেছে চাহালের ঝুলিতে।

রোববার (৯ জুন) লন্ডনে ক্রিকেটের দুই শক্তি ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয় বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

শুরুতে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ধাওয়ান। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। তবে ১২৭ রানের দুর্দান্ত জুটি গড়ার পর অজি পেসার নাথান কোল্টার-নাইলের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রোহিত (৫৭)।

রোহিত বিদায় নিলেও অজিদের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম ও বিশ্বকাপ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিটি (এর আগের দুটি ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে) পেতে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৯৫ বল, বাউন্ডারি হাঁকিয়েছেন ১৩টি। ব্যক্তিগত ১১৭ রানে মিচেল স্টার্কের বলে ক্যাচ তুলে দিলে ১০৯ বলে ১৬টি চারে সাজানো ধাওয়ানের ইনিংসের ইতি ঘটে।

রোহিতের ফিফটি আর ধাওয়ানের সেঞ্চুরির পর ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চাশতম ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৫৫ বলের এই ইনিংস মাত্র ৩ বাউন্ডারিতে সাজানো। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। খেলছিলেনও দারুণ। কিন্তু ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে অজি পেসার মার্কাস স্টইনিসের বলে ফিঞ্চের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় ৭৭ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো ৮২ রানের ইনিংসটি।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের এক ম্যাচে ভারতের প্রথম ৩ ব্যাটসম্যান পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন। এর আগে ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই কীর্তি গড়েছিল ভারত।

কোহলিকে দারুণ সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া ও ধোনি। পান্ডিয়া তো মাত্র ২ রানের জন্য ফিফটি মিস করেছেন। তবে মাত্র ২৭ বলে তার ৪৮ রানের ইনিংসটি ভারতকে বড় সংগ্রহ এনে দিতে দারুণ ভূমিকা রেখেছে। ১৭৭.৭৭ স্ট্রাইক রেটের এই ইনিংস ৪টি চার ও ৩ ছক্কায় সাজানো।

১৪ বলে ২৭ রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন ধোনি। ৩ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটির পাশাপাশি মাত্র ৩ বলে ১ ছক্কা ও চারে ১১ রানের ইনিংস খেলে দলকে ৩৫০ রানের কোটা পার করেন লোকেশ রাহুল। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শিখর ধাওয়ান।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST