ঘোষনা:
শিরোনাম :
ডোমারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে ঘোষণা দিয়ে হত্যা, গ্রেফতার ৪  প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে সর্বস্তরে উন্নয়ন হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন সাতক্ষীরার কলারোয়ায় শ্যালকের ঘরে পেট্রোলের আগুন, অগ্নিদগ্ধ-৩, আটক -১ ডিমলায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নীলফামারীতে ইপিজেড হয়েছে, আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী জেলা পুলিশের আয়োজনে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন। চট্টগ্রামে ছুরিকাঘাতে নাইটগার্ড নিহত নীলফামারীতে ভুয়া পরীক্ষার্থী আটক।
দেশকে সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই ; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশকে সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই ; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
দেশকে সোনার বাংলা গড়তে হলে প্রথমেই আমাদের সন্তানদের সোনার মানুষ গড়তে হবে সেজন্যে প্রাথমিক শিক্ষা একমাত্র শিক্ষা বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মায়েদের সহযোগিতা লাগবেই। মায়েদের সহযোগিতা ছাড়া আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো না। কারণ আজকে মায়ের কোলে থাকা শিশুটিই ২০৪১ সালে সরকারী বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে থাকবে। ওরাই এই দেশটাকে পরিচালনা করবে।

সোমবার (০৮ মে/২৩) দুপুরে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তন কক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দীন সরকার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক,অভিভাবক সহ অনেকে।

আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক সরকার সহ জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও মা অভিভাবকরা উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST