ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে নীলফামারীর বন্যা

ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে নীলফামারীর বন্যা

স্টাফ রিপোর্টার,
সারাদিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন নীলফামারীর ফাতেমা আক্তার বন্যা (৪০)। তার বাড়ী জেলা শহড় থেকে দক্ষিনে ১০ কিলোমিটার দুরে। নীলফামারী সদরের সোনারায় ইউনিয়েনের সোনারায় দারোয়ানী গ্রামে। সে ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী। তার তিন মেয়ে। স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকা শহড়ে চলে যান।তারপর থেকে তিন মেয়েকে নিয়ে সংসার চালানোয় বেকায়দায় পরে বন্যা। কোন উপায় খুজে না পেয়ে ২০০৫ সাল থেকে নিজের জমানো টাকা দিয়ে একটি ভ্যান গাড়ী কিনেন বন্যা।

ভ্যানে যখন যাত্রী কম হয়, রোজগার কমে যায়, তখন তিনি শুরু করেন ভ্রাম্যমান ব্যবসা। ব্যবসায় রয়েছে কসমেটিক,কাপড়,ছোটদের খেলনা।এগুলো গ্রামগঞ্জে শহড়ে ঘুরে বিক্রি করেন তিনি।ব্যবসার লাভের টাকা দিয়ে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন,নিজে চলেন ও বৃদ্ধা বাবার যাবতীয় দেখাশুনা করেন। নিজস্ব ভিটেমাটি নেই তার। অন্যের একশতক জমির উপড় কোনরকম ঝুঁপড়ি ঘরে ঠাঁই বেঁধে আছেন। তার একমাত্র সম্বল ভ্যান গাড়িটি।

স্থানীয় ব্যক্তি আব্দুল বারেক বলেন,ওই নারী প্রায় ১৫-২০ বছর থেকে ভ্যান চালিয়ে সংসার চালান। ভ্যান চালিয়ে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন বৃদ্ধা বাবাকে নিয়ে সংসারের হাল ধরে রেখেছেন তিনি। পুরুষের পেশা মেয়ে মানুষ করেন, এটা ভাবতে অবাক লাগে।অন্য নারীরা ঘরে বসে না থেকে বন্যার মতো এই পেশা হাতে নিলে সংসারে কোন অভাব থাকবে না। আমরা বন্যাকে স্যালুট জানাই।

ওই এলাকার মোস্তফা বলেন,স্বামী মিজানুর রহমান তিন মেয়ে ও স্ত্রীকে রেখে অন্য মেয়েকে বিয়ে করে দুরে চলে যান। মেয়েদের মুখে একমুঠো ভাত জোগার করার জন্য এই পেশা বেছে নেন বন্যা। আজ সে ভ্যান চালিয়ে অভাবের সংসারে প্রদীপ জ্বালিয়েছে। আমরা চাই বন্যার মতো অন্য নারীরাও এগিয়ে আসুক।
এ বিষয়ে ফাতেমা আক্তার বন্যা বলেন, তিন মেয়েকে রেখে স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকা চলে যায়। তখন সংসার চালানো হিমশিম খাচ্ছি ও মেয়েদের মুখে একমুঠো ভাত দেওয়ার কোন উপায় নেই। কোন দিশকুল না পেয়ে বেছে নিয়েছি ২০০৫ সালে ভ্যান চালানো পেশা। পুরুষেরা যদি পারে আমি কেনো পারবো না, এ জন্য সাহস করে ভ্যান হাতে নিয়ে আজ আমি সংসারের হাল ধরতে পেরেছি। চেয়ারম্যান মেম্বারের কাছে সারাক্ষন ধরনা দিয়েও আজ পর্যন্ত কোন সরকারী সাহায্য সহযোগিতা পাইনি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST