ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩
নীলফামারীর চারটি সংসদীয় আসনে নির্বাচিত হলেন যারা

নীলফামারীর চারটি সংসদীয় আসনে নির্বাচিত হলেন যারা

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে ফলাফল প্রকাশ করেছেন জেলা রির্টার্নিং কর্মকর্তা। এই চার আসনের দুইটিতে নৌকা এবং অপর দুইটিতে স্বতন্ত্র প্রার্থিরা বিজয়ী হয়েছেন।

রবিবার (০৭ জানুয়ারি/২৪) চার আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৬৩টি কেন্দ্রে ৩হাজার ৩শত ৫৪টি কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন টানা দুইবারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আবতাব উদ্দিন সরকার। তিনি ১লক্ষ ১৯হাজার ৯শত ২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থি মোঃ তছলিম উদ্দিন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ২৪হাজার ৬শত ৬১টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নীলফামারী-২ (সদর) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন টানা চারবারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। তিনি ১লক্ষ ১৯হাজার ৩শত ৩৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে ১৫ হাজার ৬ শত ৮৪ ভোট পেয়ে পরাজিত হন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন সাদ্দাম হোসেন পাভেল। তিনি ৩৯হাজার ৩শত ২১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থি মার্জিয়া সুলতানা স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে ২৫হাজার ২শত ৫টি ভোট পেয়ে পরাজিত হন।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন সিদ্দিকুল আলম। তিনি ৬৯হাজার ৯শত ১৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থি আহসান আদেলুর রহমান জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ৪১হাজার ৩শত ১৩টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য- জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৮৯হাজার ৩১৩জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭লক্ষ ৫০হাজার ৪শত ৩০ জন এবং মহিলা ভোটার রয়েছে ৭লক্ষ ৩৮হাজার ৮শত ৭৫ জন। নির্বাচন সুষ্ঠভাবে গ্রহণের লক্ষে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণকারী কর্মকর্তা ছিলেন ১০হাজার ৬শত ৪৫জন। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ছিলেন ৫শত ৬৩জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩হাজার ৩শত ৫৪জন এবং পোলিং অফিসার ছিলেন ৬হাজার ৭শত ৮জন। জেলার চার আসনে রাজনৈতিক ১০ টি দলের মোট ১৭ জন প্রার্থি এবং স্বতন্ত্র ৯ জন প্রার্থি প্রতিদ্বন্দ্বীতা করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST