ঘোষনা:
শিরোনাম :
হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য
আবাহনীর জার্সিতে খেলবেন নতুন এক ব্রাজিলিয়ান

আবাহনীর জার্সিতে খেলবেন নতুন এক ব্রাজিলিয়ান

এএফসি কাপের জন্য ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন প্রিওরিকে দলভুক্ত করেছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক,

বলের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ, দুর্দান্ত ড্রিবলিং করে সাপের মতো এঁকেবেঁকে প্রতিপক্ষের ফাঁক গলে সামনের দিকে এগিয়ে যাওয়া, চোখ ধাঁধানো পাস আর দৃষ্টিনন্দন সব গোল। এই সৌরভে বুঁদ হয়ে থাকে পুরো বিশ্ব। বাংলাদেশেও বেশ বড় একটা অংশ ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত। অনেক দিন পর বাংলাদেশের ক্লাবে পাওয়া যাচ্ছে ভালো মানের ব্রাজিলিয়ান ফুটবলারের সুবাস। এএফসি কাপ সামনে রেখে ওয়েলিংটন প্রিওরি নামে ব্রাজিলিয়ান এক মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড।

২০১৬ ও ২০১৮ সালে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলে নিয়মিত মাঠে ছিলেন ওয়েলিংটন। দ্রুতগতির এই মিডফিল্ডার জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড দিয়ে শুরু করে আইএসএলে শেষ খেলেছেন জামশেদপুর এফসিতে। গত বছর জামশেদপুরের জার্সিতে তাঁর পুরোনো ক্লাব নর্থইস্টের বিপক্ষেই করেছিলেন দুর্দান্ত এক গোল। ডান ঊরুতে রিসিভ করে বল শূন্যে রেখে শরীর তুলে বাইসাইকেল কিকে করা সেই গোলটা এখনো ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আইএসএলের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচনায় ছিল।

জামশেদপুরের হয়ে ১১ ম্যাচে তিন গোল করা সেই মিডফিল্ডারকে মনে ধরেছে বর্তমান বাংলাদেশ চ্যাম্পিয়নদের। তাই এএফসি কাপের জন্য তাঁকে দলে ভেড়ানো। ৩ এপ্রিল নেপালের মানাং মার্শিয়াংদির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এএফসি কাপ শুরু বাংলাদেশের একমাত্র প্রতিনিধিরা। কাঠমান্ডুর এ ম্যাচে ওয়েলিংটন খেলবেন বলে আশাবাদী দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘ওয়েলিংটন ভালো মানের খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। আশা করি মানাং মার্শিয়াংদির বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর জার্সিতে অভিষেক হবে তাঁর।’ এখন দেখার অপেক্ষা অল্প কিছুদিনের অনুশীলনে দলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন সাও পাওলোতে জন্ম নেওয়া ফুটবলার।

২৯ বছর বয়সী ওয়েলিংটন শেষ ছিলেন মালয়েশিয়ান ক্লাব পেরলিসে। এএফসি কাপে বিদেশি কোটায় তাঁকে দলে ভেড়ানোর জন্য বাদ দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কো মিন হিউককে। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার এএফসি কাপ খেলতে পারলেও এখনই প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। প্রথম পর্ব শেষে মধ্যবর্তী দলবদলে তাঁকে দলভুক্ত করলেই কেবল দেখা যাবে লিগে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST