ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা
আমি বাঁচতে চাই আমাকে আপনারা বাঁচান, মানুষের দ্বারে-দ্বারে মালেক ।

আমি বাঁচতে চাই আমাকে আপনারা বাঁচান, মানুষের দ্বারে-দ্বারে মালেক ।

 

রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ,
‘‘দরিদ্র পরিবারে জন্ম হয়ে এখন চিকিৎসার অভাবে ধুখে-ধুখে মরছি।আমি বাঁচতে চাই আমাকে আপনারা বাঁচান। সুন্দর এ পৃথিবী থেকে এখনই যেততে চাইনা আমি।’’’ অসুস্থ মালেক এভাবেই আকুতি জানায় উপস্থিত সকলের কাছে।
জীবন বাঁচার আকুতি নিয়ে মানুষের দ্বারে-দ্বারে ঘুরছেন হার্ট সমস্যায় আক্রান্ত আব্দুল মালেক (২২)। তার বাসা পৌরশহরের ২নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় । বাবা শামীম হাসান পেশায় দর্জি। মা গোলাপী বেগম গৃহিনী। চার ভাইবোনের সংসারে মালেক বড়। ছোট বেলা থেকেই হার্টে ফুটা থাকলেও ধরা পরেছে ইদানিং সময়। হার্টফুটা রোগ নিয়ে ২০ বছর পেরিয়ে গেলেও অর্থের অভাবে আজও উন্নত কোন চিকিৎসা নিতে পারেনি মালেক। জন্মের পর থেকে হার্টফুটা রোগে আক্রান্ত মালেক জীবনের ঝুকি নিয়ে এক সময়ে প্রাইভেট কার চালিযে সংসারে কিছু সহযোগিতা করতেন। কিন্তু দিন যতই ঘনিয়ে আসতে যতই হার্টের সমস্যায় দূর্বল হয়ে পড়ছে সে। বর্তমানে মালেক শারীরিক দূর্বলতার কারনে আর প্রাইভেট কার চালাতে পারে না। বাবা দর্জি হওয়ায় কোন রকম সংসার চলে তাদের। অভাবের তারনায় ঠিকমত সংসার চলে না তাদের। মালেকের হার্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় সন্তানের কষ্ট দেখে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। চিকিৎসার অর্থ জোগান দিতে বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন তারা। ছেলেকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবেন সেই অর্থ নেই তদের। মালেকের বাবা শামীম দর্জি রোববার সাংবাদিকদের জানান,‘‘অভাবের সংসারে যেখানে সংসার চালানোই দুস্কর সেখানে মালেকের চিকিৎসা আমাদের কাছে দূসাধ্যের। তারপরেও আমাদের শেষ সম্ভল ৭ শতাংশ জমি বিক্রি করে ওর (মালেক) ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা করিয়েছি,সেখানকার চিকিৎসকরা বলেছেন মালেকের হার্টে দুইটি ছিদ্র হয়েছে দ্রুত ওপেন হার্ট সার্জারি না করলে মালেককে বাঁচানো যাবেনা। আর এর জন্য প্রয়োজন ৩ লক্ষ টাকা। যা আমাদের কাছে নেই।’’এ সময় অসুস্থ মালেক বলেন,‘‘দরিদ্র পরিবারে জন্ম হয়ে এখন চিকিৎসার অভাবে ধুখে-ধুখে মরছি। মালেক আরও জানান, আমি বাঁচতে চাই আমাকে আপনারা বাঁচান। সুন্দর এ পৃথিবী থেকে এখনই যেততে চাইনা আমি।’’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST