ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর, লুটপাটে মামলা দায়ের নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা

জাগ্রত মানবতায় বেঁচে উঠুক কবি’র প্রান

গাইবান্ধা প্রতিনিধি ,
সমুদ্রের ঢেউয়ের মতো কান্না আসে/আমি বুক পেতে দেই, শক্ত হয়ে দাঁড়াই/আমাকে অতিক্রম করে ঢেউ চলে যায়/
পূনরায় নতুন ঢেউ নিকটে আসতে থাকে/এমন উপর্যুপরি ঢেউয়ের কাছে
একজন মানুষ কতবার শক্ত হয়ে দাঁড়াতে পারে
কথা লিখেছেন তরুণ কবি আক্তারুজ্জামান লেবু। কবিতার ভাষার মতই নিজেকে দাঁড়িয়ে রাখতে প্রতিনিয়ত চেস্টা করে যাচ্ছেন তরুন এই লেখক। সমুদ্রের হাজারো ঢেউ যেখানে পাথর,বালুকনাও একদিন সরে যায় তিনি সেই ঢেউয়ের লড়াইয়ে একাই টিকে থাকবেনই বা কতদিন? এমন সংশয়ে কবি’র দিন কাটছে হাসপাতালে। প্রখর মেধাবী এ তরুন কবি পড়াশোনা’র জন্য বাঁচতে চায় লিখতে চায় কালজয়ী লেখা। কিন্তু তার জীবনজুড়ে এখন মুড়ে আছে হতাশায়। টানেলের শেষে আলো নাকি অন্ধকার- তা কারও জানা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, দুরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। দেশে এক দফা অস্ত্রোপচার ও কেমোথেরাপির পর তাকে নেওয়া হয়েছে ভারতে। সেখানে যথাযথ চিকিৎসা হলে তিনি সুস্থ হয়ে ফিরবেন সবার মাঝে। লিখবেন হয়তো কালজয়ী কোনো কবিতা। আপাতত তার ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য দরকার হৃদয়বান মানুষের সহায়তা। কবি’র বিশ্বাস ক্ষুদ্র প্রচেস্টাও বিশালতার রুপ নেয়। তাই বিত্তশালীদের সাথে সকলের সার্বিক সহযোগিতা চান তিনি।
লেবুর স্বজনরা জানান, দেশে জাতীয় ক্যান্সার চিকিৎসা ও গবেষণা ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়েছে। এর আগে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। সবশেষে চিকিৎসকদের পরামর্শে তাকে নেওয়া হয়েছে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। এতদিন তার পরিবার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন, কৃষিজমি বিক্রি ও ঋণ করে পাওয়া অর্থ দিয়ে চালিয়েছেন চিকিৎসার খরচ। প্রখর আত্মসম্মানবোধসম্পন্ন লেবু কারও আর্থিক সহায়তা নিতে আপত্তি করে এসেছেন এতদিন। তবে এখন আর কোনো পথ খোলা নেই। তাকে বাঁচাতে হলে এই মুহূর্তে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। তাই তার স্বজনরা আকুল আবেদন জানিয়েছেন হৃদয়বান মানুষের প্রতি। সবার সহায়তা পেলে হয়তো তার চিকিৎসা চালানো যাবে।
লেবুকে সহায়তা দিতে পারেন ব্যাংকের মাধ্যমে বা বিকাশ নম্বরে। ব্যাংকের ক্ষেত্রে- মো. আক্তারুজ্জামান প্রধান লেবু, অগ্রণী ব্যাংক, বোনারপাড়া শাখা, হিসাব নম্বর- ০২০০০১৪০৯৩৪৪১ অথবা বিকাশে টাকা পাঠাতে পারেন ০১৭৯৬৩৮২২৬৯ ও ০১৭৯৭৮৪৯৯৭৭ (ব্যক্তিগত) নম্বরে। যে কোনো তথ্যের প্রয়োজনে যোগাযোগ- ডা. কিংশুক ভট্টাচার্য, মোবাইল ফোন :০১৭৭০৩৯০০০০





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST