কক্সবাজার জেলা প্রতিনিধি ,
এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফ স্থলবন্দরের পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।কক্সবাজারের টেকনাফে মো. হাসান (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যার পর পাহাড়ের পাদদেশে ফেলে দেয় দুর্বৃত্তরা ধারনা করছে পুলিশ। নিহত হাসান টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজের উত্তরে পাহাড়ের পাদদেশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে হত্যার পর পাহাড়ের পাদদেশে ফেলে রেখে পালিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।