চট্টগ্রাম প্রতিবেদক ,
চট্টগ্রামের লোকালয়ে নেমে এসেছে বন্যহাতির দল।আজ শনিবার (২৩ নভেম্বর) ভোরের দিকে দুটি বাচ্চাসহ ৯টি হাতির একটি দল লোকালয়ে নেমে আসে। দুপুর দুইটার দিকে এ রিপোর্ট লেখার সময় হাতির দলটি পূর্ব কধুরখীল বাইতুল ফালাহ জামে মসজিদের এলাকার ধান ক্ষেতে অবস্থান করছিল। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এলাকায় লোকালয়ে দেখতে পায় বন্যহাতির দলটি। দুটি বাচ্চাসহ মোট ৯টি হাতির দল লোকালয়ে নেমে আসায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় শরীফ পাড়ার বাসিন্দা হাফেজ আব্দুল্লাহ বলেন, ‘ভোরের দিকে একটি হাতির পাল পূর্ব কধুরখীল এলাকায় নেমে আসে। জৈষ্ঠ্যপুরা পাহাড় থেকে নেমে আসা হাতির পালে মোট ৯টি হাতি আছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হাতির পাল মানুষের বসতবাড়িতে হামলা না চালালেও ধান ক্ষেতসহ ফসলের ক্ষতি করছে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহরাব হোসেন পাভেল জানান, হাতির দল দেখতে ভোর থেকে এ এলাকার চারদিকে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অছিয়া খাতুন বলেন, ‘স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে হাতির দলকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনা এড়াতে উৎসুক জনতাকে সড়িয়ে দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে অথবা পথ ভুলে পার্শ্ববর্তী জৈষ্ঠ্যপুরা পাহাড় থেকে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।