কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি ,
চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া আর হলো না বৃদ্ধ টেপরু রায়ের। ঘাতক মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণহারায় তার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কিশোরগঞ্জ-ট্যাঙ্গনমারী সড়কের বাকেরের চাতালের কাছে।
কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ঘোনপাড়া গ্রামের মৃত লক্ষি কান্তের ছেলে টেপরু রায় (৭০) ট্যাঙ্গনমারীতে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিল। বাকেরের চাতালের কাছে ব্যাটারীচালিত একটি অটোতে উঠার সময় একই দিক থেকে আসা দ্রæতগামী মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণহারান। স্থানীয় লোকজন মোটরসাইকেল ও আরোহী পেয়ারুলকে (৩৫) আটক করেছে। তিনি রণচন্ডি ইউনিয়নের দালালটারীর শাহাদতের ছেলে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।