ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩
কিশোরগঞ্জের শ্রেষ্ট জয়ীতা শামীম আরা ।

কিশোরগঞ্জের শ্রেষ্ট জয়ীতা শামীম আরা ।

 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর জেলায় শ্রেষ্ট সম্মাননা প্রাপ্ত জয়ীতা কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ী হাজীপাড়া গ্রামের আবু হানিফ জাকারিয়ার স্ত্রী শামীম আরা বেগম মুক্তা। স্বামীর সংসারে যখন কালো মেঘের ঘোর নেমে এসেছে সে সময় শক্ত হাতে হাল ধরেছিলেন তিনি। সময়ের সাহসি পদক্ষেপ সমাজ তাকে আজ জয়ীতা নারী হিসেবে প্রতিটি করেছে। জীবন সংগ্রামের প্রতিটি পরীক্ষায় তিনি একজন সফল জননী নারী হিসেবে বিবেচিত হয়েছেন।
গত ৯ ডিসেম্বর নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরে সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীমের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুল রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, মোহাম্মাদ আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার, কিশোরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার।
সরেজমিন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জানা গেছে, শামীম আরা মুক্তার স্বামী কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যেই তার স্বামী জঠিল রোগে আক্রান্ত হয়। স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেয়। সংসারে নেমে আসে কালো মেঘের ঘোর অমানিষা। এরেই মধ্যে তিনি এক ছেলে ও এক মেয়ের মা হন। ৪ সদস্য পরিবারের ভরন পোষন ও ছোট বাচ্চাদের চিকিৎসার খরচ বহন করতে চরম অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। সময়ের সাহসি পদক্ষেপ নেন তিনি । স্বামীর একখন্ড ধানী জমি বন্ধক রেখে সংসার চালাতেন। এরেই মধ্যে ছেলে মেয়ে বড় হতে থাকে। ছেলেমেয়েদের পড়া লেখার খরচ চালাতে তিনি ঋনগ্রস্ত হয়ে পরেন। বিয়ের সময় মায়ের দেয়া কিছু গহনা বিক্রি ছেলেমেয়েদের পড়ালেখা খরচ চালান। পরে রংপুর শহরের খলিফাপাড়ায় স্বামীর কেনা ৩শতাংশ জমি বাড়ীসহ বিক্রি করে দেনা মুক্ত হন। ছেলেমেয়েরা এইচ এসসি পাশ করার পর তারা টিউশনি করে নিজেদের পড়ালেখার খরচ নিজেই জোগাতে থাকে।
শামীম আরা মুক্তা বলেন বিয়ের আগে বাবা মারা যায় এবং বিয়ের পর মা ও পটল তোলেন। এসএসসি পাশ করার পর আমাকে বিয়ের পিড়িতে বসতে হয়েছে। স্বামীর সংসারের নানা টানাপড়েনের মধ্যে দিয়ে ছেলেমেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। ছেলে ইমতিয়াজ হানিফ শাকিল ২০১২ সালে আউট সোর্সিং বিষয়ে দেশের মধ্যে প্রথমস্থান অধিকার করে প্রধান মন্ত্রির কাছ থেকে এওয়াড প্রাপ্ত হন।
২০১৬ সালে বিশ্ব ব্যাংক ও আইসিটি ও টেলি যোগাযোগ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্ভাবকদের নিজস্ব আবিস্কৃত প্রকল্প যা ইংল্যান্ড অস্টোলিয়া কানাডা ও দেশের সব ইজিনিয়ারিং ইউনিভারাসিটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রতিযোগিতায় সেরা ১০জনের মধ্যে সে লাইক এজ এ ড্রোন আবিস্কার করে দ্বিতীয়স্থান অধিকার করেন। বর্তমানে সে ইউএক্স কনসুলেন্ট এট আইসিটি বিভাগে কর্মরত আছে।
মেয়ে জাকি রেজওয়ানা শিমি রংপুর সরকারী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর আমেরিকার মিশিগান ডিভেনপোর্ট বিশ্ববিদ্যালয় থেকে হেল্নথ সার্ভিস এবং এ্যাডমিনিট্রেশন বিষয়ে গোন্ডেন স্কলারশিপ পায়।
বর্তমান সে দেশের বিজেএমসি এর অধীনে মেডিকেল অফিসার হিসেবে মতিঝিল প্রধান কার্যালয়ে কর্মরত আছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। জামাতা মাহাবুব হাসান শাহীন জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব। সেও ইউএসএ থেকে কম্পিউটার সায়েন্সে এম.এস করে পিএসডি প্রক্রিয়াধীন রয়েছেন।
শামীম আরা মুক্তা স্বামীর কাজের উৎসাহীত হয়ে চেয়াম্যান বাড়ী মহিলা উন্নয়ন সমিতি গঠন করেন।সেখানে এখন তিনি গ্রামের মহিলাদের সেলাইয়ের কাজসহ উলবুনন, শাক সবজি চাষ, হাঁস,মুরগি পালন, নিরক্ষর নারীদের শিক্ষাদানসহ বিভিন্ন আয় বর্ধক কর্মসূচী হাতে নিয়ে পরিচালনা করছেন।
কিশোরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার বলেন শামীম আরা মুক্তার সাংসারিক জীবনে অনেক চড়াই উৎড়াইয়ের মধ্যে দিয়ে তিনি ছেলেমেয়েদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন সফল জননী নারী।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST