ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
রেলমন্ত্রীর হস্তক্ষেপে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে অতিরিক্ত কোচ সংযোজন।

রেলমন্ত্রীর হস্তক্ষেপে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে অতিরিক্ত কোচ সংযোজন।

নীলসাগর এক্সপ্রেস।

নীলফামারী প্রতিনিধি ,
রেলমন্ত্রীর হস্তক্ষেপে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে অতিরিক্ত কোচ সংযোজন হওয়ায় বাড়লো এর আসন সংখ্যা।চিলাহাটি-ঢাকা পথে চলাচলকারী একমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে যুক্ত করা হয়েছে অতিরিক্ত কোচ।ফলে সঙ্কট কেটেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
রেলওয়ে সূত্র জানায়, ইতোপূর্বে নীলসাগর ট্রেনটিতে ভারতীয় কোচ যুক্ত করা হয়েছিল। অপেক্ষাকৃত কম বিলাসবহুল ছিল ওই ট্রেনটি। গত বছরের ২৭ ডিসেম্বর ওই ট্রেন থেকে ভারতীয় কোচ পাল্টে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা অত্যাধুনিক কোচ সংযোজন করা হয়। এ অবস্থায় ১২টি কোচ নিয়ে ট্রেনটি চলাচল করছিল। এতে করে নীলফামারীর ৪টি স্টেশনে ৯৩টি আসন কমিয়ে দেওয়া হয়। ফলে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। গত ৩১ ডিসেম্বর রেলপথ মন্ত্রীর সঙ্গে এনিয়ে বৈঠক হয় সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। অনুষ্ঠিত বৈঠকে নীলফামারী জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে নীলসাগর ট্রেনে আসন বাড়ানোর দাবি করা হয়। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ওইদিনই রেলের পরিবহন বিভাগকে নির্দেশ দেন নীলসাগর ট্রেনে নতুন একটি কোচ সংযোজনের।
মন্ত্রীর নির্দেশ পেয়ে গত ২ জানুয়ারি রাত থেকে ঢাকামুখী নীলসাগর ট্রেনটিতে নতুন একটি কোচ সংযোজন করা হয়েছে। ফলে আসন সঙ্কট থাকবে না বলে সূত্রটি জানায়।এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলীর  শনিবার (৪ জানুয়ারি)  জানান, এখন থেকে নীলসাগর ট্রেনটি ১৩টি কোচ নিয়ে চলাচল করছে। ৯৩টি আসন বাড়ানো হয়েছে। নীলফামারী জেলার চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর থেকে স্টেশনের জন্য বাড়ানো হয়েছে ওই আসনগুলো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST