ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী উত্তরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দের পর তা বিনষ্ট নীলফামারী সদর উপজলোর মনোনয়ন যাচাই শেষ, এক চেয়ারম্যান প্রার্থির মনোনয়ন অবৈধ নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান।
ডোমারে কর্মীদের মাঝে সাবেক ছাত্রদল নেতা ইউসুফ প্রধানের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ।

ডোমারে কর্মীদের মাঝে সাবেক ছাত্রদল নেতা ইউসুফ প্রধানের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ।

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমার উপজেলায় দুইশত কর্মহীন গরিব মানুষকে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা ও ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি, সাবেক জেলা সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য রায়হানুল হক ইউসুফ প্রধানের পক্ষ হতে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল হতে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মহীন গরিব কর্মী ও অসহায় সাধারন মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে চাল, আটা, আলু, সেমাই, চিনি, তেল বিতরণ করা হয়।
ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশীদ বসুনিয়া সজিব, যুবনেতা হাসানুল আলম রিমুন, বিএনপি নেতা মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ন সম্পাদক রাকিব হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাবেক ছাত্রদল নেতা বুলু হোসেন, শাহজাহান আলী, ছাত্রদল নেতা জাহিদুল হোসেন, মজিদুল হোসেন, রাহিমুজ্জামান রুপক, সুজন রানা, সামিউল আরেফিন হৃদয়, সবুজ হোসেন কর্মহীন গবির দলীয় কর্মী ও সাধারন মানুষের বাড়ীতে গিয়ে ওই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।ছাত্রনেতা মামুনুর রশীদ বসুনিয়া সজিব ও যুবনেতা হাসানুল আলম রিমুন জানান, করোনা ভাইরাসের কারণে আমাদের দলের অনেক নেতাকর্মী কর্মহীন হয়ে পরিবার নিয়ে অসহায় অবস্থায় রয়েছে। ইউসুফ প্রধান ভাইয়ের পক্ষ হতে আমরা দলের গরিব কর্মীদের ও অসহায় মানুষদের বাড়ীতে খাদ্য সহায়তা ও ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। অনেক মধ্যবিত্ত পরিবার আছে, যারা কারো কাছে চাইতে পারে না। তাদেরও আমরা সহায়তা করছি।সাবেক ছাত্রনেতা রায়হানুল হক ইউসুফ প্রধান বলেন, সমাজের সকল বিত্তবান যদি এগিয়ে আসে তাহলে কর্মহীন মানুষদের খাদ্য কষ্ট অনেকাংশে কমে আসবে। আমার দলের কর্মীরা না খেয়ে থাকবে আর আমি পরিবার নিয়ে ভালোভাবে থাকবো, তা হয় না। কর্মীদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তিনি দলের বিত্তবানদের সাধারন গরিব কর্মীদের পাশে থাকার অনুরোধ করেন।

 





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST