ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার
জলঢাকায় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে স্ত্রী অপহরনের অভিযোগ

জলঢাকায় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে স্ত্রী অপহরনের অভিযোগ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকায় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে স্ত্রী মনিরা সুলতানাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে থানায় মামলা করেছে বর্তমান স্বামী সেলিমুর রেজা।

সোমবার রাতে মনিরার প্রাক্তন স্বামী মোরশেদুর রহমান মিনারসহ ৬ জনকে আসামী করে জলঢাকা থানায় স্ত্রী অপহরনের মামরা দায়ের করেন তিনি। অভিযুক্ত মোরশেদুর রহমান মিনার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মহশিন আলীর ছেলে।

মনিরা সুলতানা জলঢাকা উপজেলায় ব্র্যাক কর্মসূচী সংগঠক হিসেবে কর্মরত। মঙ্গলবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ওসি (তদন্ত) ফজলুল হক।

অভিযোগে জানা যায়, মনিরা সুলতানার ১০ বছর আগে বিয়ে হয়েছিল মোরশেদুর রহমান মিনারের সাথে। সংসার জীবনে বনিবনা না হওয়ায় ২০২০ সালের নভেম্বর মাসে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রæয়ারি মনিরা সুলতানাকে বিবাহ করেন মামলার বাদী সেলিমুর রেজা।

সেলিমুর রেজার বাড়ী বগুড়া জেলার শিবগঞ্জ থানায়, তার বাবার নাম মৃত শাহজাহান আলী। বর্তমানে তিনি নীলফামারী সদরের কাজিরহাট ব্র্যাক অফিসে কর্মসূচী সংগঠক হিসেবে কর্মরত আছে।

অভিযোগে আরও জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর থেকে প্রাক্তন স্বামী মোরশেদুর রহমান মিনার মনিরাকে উত্যক্ত করায় এর আগেও অভিযুক্ত মিনারের বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী করা হয়েছিল বলে উল্লেখ করা হয় অভিযোগে।

ঘটনার দিন সোমবার সকালে মনিরা সুলতানা ব্র্যাক অফিস জলঢাকার বগুলাগাড়ী হইতে চার্জার ভ্যানযোগে আমরুলবাড়ী এলাকায় কিস্তি আদায়ের লক্ষে যাওয়ার পথে আমরুলবাড়ী নামক এলাকায় মনিরা সুলতানার পথরোধ করে তার প্রাক্তন স্বামী মিনার। পরে তাকে টানাহেচরা করে মাইক্রোযোগে নিয়ে যায়।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান জানান, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক মনিরা সুলতানাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আমলে নিয়ে আমরা কাজ করছি। আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে মামলার বাদী সেলিমুর রেজার সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ দেয়া হয়েছে আইনি প্রক্রিয়ার অপেক্ষায় আছি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST