ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী উত্তরণ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দের পর তা বিনষ্ট নীলফামারী সদর উপজলোর মনোনয়ন যাচাই শেষ, এক চেয়ারম্যান প্রার্থির মনোনয়ন অবৈধ নীলফামারীতে মহান মে দিবস পালিত নীলফামারীতে গচ্ছিত জামানত ও পি.এফ এর টাকা উদ্ধারের দাবীতে প্রোণ অফিস ঘেরাও। নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান।
মাদক, জুয়া, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা – প্রতিমন্ত্রী পলক।

মাদক, জুয়া, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা – প্রতিমন্ত্রী পলক।

সামাউন আলী, সিংড়া(নাটোর) প্রতিনিধি ,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিগত দিনে সিংড়া আইন শৃংখলা পরিস্থিতি খুব খারাপ ছিলো। কিন্তু এখন তা নয়। এখন মানুষ শান্তিতে আছে। নৌকায় ভোট দিয়ে দেশে শান্তি এসেছে। জননেত্রী শেখ হাসিনা সে লক্ষেই কাজ করছেন। তারুন্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। এ জন্য তিনি তরুন সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। প্রতিমন্ত্রী রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি আরও বলেন,
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং দুর্নীতি মুক্ত দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
তিনি আরো বলেন, আমি সিংড়ার অনেক ইউনিয়ন কে জুয়া মুক্ত করা হয়েছে। এখনো অভিযান পরিচালিত হচ্ছে।
সামাজিক ভাবে জুয়া নির্মুল করতে প্রতিরোধ গড়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, কোন পুলিশ, কোনো জনপ্রতিনিধি মাদক, জুয়া থেকে বখরা নিয়ে অবৈধ জুয়াকে প্রশ্রয় না দেয় সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন, ৯৯৯ এই কল সেন্টার অপরাধ নিয়ন্ত্রনে ভূমিকা রাখছে। দেশের যে কোন নাগরিক ফোন করে যে কোন তথ্য দিতে পারবে।
তিনি আরো বলেন, ১০৬ দুর্নীতি দমন কমিশনে যে কেউ অভিযোগ দিতে পারেন।দৃষ্টের দমন শিষ্টের লালন করতে হবে। সততার মূল্য আছে, থাকবে। আমাদের সৎ এবং স্বচ্ছ থাকতে হবে। উন্নয়নের পাশাপাশি সু শাসন উপহার দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি সহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
পরে তিনি ৯৭ টি পুজা মন্ডপে ডিও বিতরন করেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST