জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ী ইঞ্জিনিয়ার্স ক্লাবের উদ্যোগে ‘আসুন নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি’ শ্লোগানের মধ্য দিয়ে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করেছে। মঙ্গলবার সারাদিন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের গ্রামীণ মানুষের ঘরে ঘরে প্রধান অতিথি থেকে লিফলেট বিতরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নার্সিং অফিসার সুমন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি সুনীল চন্দ্র রায় সহ সকল সদস্যবৃন্দ প্রমূখ। প্রধান অতিথি ‘করোনা ভাইরাস’ সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন। ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে পরামর্শগুলো হলোঃ খাবার আগে ও টয়লেটের পরে সাবান দিয়ে মিনিমাম ২০ থেকে ৩০ সেকেন্ড ভালভাবে হাত ধোয়া। পশুপাখি যেমনঃ হাঁস,মুরগি,গরু ছাগল খালি হাতে স্পর্শ না করা। ৩০ থেকে ৪০ মিনিট পর পর পানি পান করা। হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা। হাত না ধুয়ে চোখ নাক স্পর্শ না করা।হ্যান্ডশেক,কোলাকুলি,জনসমাগম থেকে বিরত থাকা। মাংস ডিম ভালভাবে সিদ্ধ করে খাওয়া। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা। ‘করোনা ভাইরাস’ আতঙ্ক থেকে বেড়িয়ে আসি।’নিজে সচেতন হই,সুস্থ থাকি’। ‘করোনা ভাইরাস’ আতঙ্ক নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় ইঞ্জিনিয়ার্স ক্লাবের সদস্যরা।