চট্টগ্রাম প্রতিনিধি,
নগরের চান্দগাঁও থানার হাদু মাঝির দোকান এলাকায় চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে এক যুবকের পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দিয়েছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আমজাদ হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চান্দগাঁও থানার হাদু মাঝির দোকান এলাকার মো. আজিমের ছেলে।আমজাদ হোসেনের চাচাতো ভাই নাসির উদ্দিন গ্রামপোস্টকে অভিযোগ করেন, ‘চান্দগাঁও এলাকার নেতা এসরারুল হক এসরালের অনুসারী দিদার, জালাল ও রাশেদের নেতৃত্বে সন্ত্রাসীরা আমজাদ হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেয় তারা।’চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বশর গ্রামপোস্টকে বলেন, ‘ঘটনা শুনেছি। আমজাদের পরিবার মামলা করতে থানায় এসেছে। আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’