ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। নীলফামারী জলঢাকার পৌরসভায় নোভা বিজয়ী নীলফামারীর জলঢাকা উপ-নির্বাচনে বিএনপি প্রার্থির পক্ষে প্রচারণা, এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩
নতুন ছবি ‘ভারত’ আয় করেছে ১০০ কোটি রুপি।

নতুন ছবি ‘ভারত’ আয় করেছে ১০০ কোটি রুপি।

বিনোদন ডেস্ক ,

‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং! সবাইকে ধন্যবাদ। খুব আনন্দ হচ্ছে। গর্ব হচ্ছে। জয় হিন্দ।’ টুইটারে লিখেছেন সালমান খান। এতটা আনন্দিত তিনি হতেই পারেন। কারণ, মাত্র চার দিনে তাঁর নতুন ছবি ‘ভারত’ আয় করেছে ১০০ কোটি রুপি। গতকাল শনিবার এই মাইলফলক ছুঁয়েছে ছবিটি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এমনটাই জানিয়েছেন টুইটারে। এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছেন, আর মাত্র কয়েক ঘণ্টা। এরই মধ্যে ছবিটি ৯৫.৫০ কোটি রুপি আয় করেছে। এরপর ১০০ কোটির ক্লাবকে ঢুকে যাবে ‘ভারত’। তিনি ছবিটির গগনচুম্বী সাফল্যের সম্ভাবনার কথাও বলেছেন। শুধু তা-ই নয়, তাঁর মতে, ‘ভারত’ আরও অনেক ছবির রেকর্ড ভেঙে দেবে।

বলিউডে যে ছবিগুলো দ্রুত ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে, তার মধ্যে বলিউডের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা সালমান খানের ছবির সংখ্যা বেশি। এই তালিকায় সালমান খানের ১৪টি ছবি রয়েছে। তাঁর পরই আছেন অক্ষয় কুমার ও অজয় দেবগন। ১০০ কোটির ক্লাবে তাঁদের প্রত্যেকের ১০টি ছবি রয়েছে। এই ক্লাবে শাহরুখ খানের ছবির সংখ্যা ৭। আর আমির অভিনীত ৬টি ছবি এই ক্লাবে ঢুকতে পেরেছে।

‘ভারত’ ছবির দৃশ্য‘ভারত’ ছবির দৃশ্যঈদ উপলক্ষে গত বুধবার সারা ভারতে ৪ হাজার ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভারত’। অনেকেই ভেবেছিলেন, যেহেতু এখন বিশ্বকাপ ক্রিকেট চলছে, তাই ‘ভারত’ ছবির আশানুরূপ ব্যবসা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে, বিশ্বকাপ ক্রিকেট এই ছবির সাফল্যে তেমন কোনো বাধা তৈরি করতে পারেনি। ঈদের দিন ছিল ভারত আর দক্ষিণ আফ্রিকার খেলা। সেই খেলা বাদ দিয়ে সেদিন অসংখ্য দর্শক ছবিটি দেখতে ছুটে গেছেন প্রেক্ষাগৃহে। সেদিন ছবিটি ৪২ দশমিক ৩০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। এই খবর জানিয়ে টুইটারে তরণ আদর্শ লিখেছেন, ‘সালম্যানিয়ায় ভুগছে পুরো ভারত। বক্স অফিসে ঝড় তুলে রেকর্ড গড়েছে। আর সালমান ভক্ত-দর্শকের মাঝে তাঁর জনপ্রিয়তা দিয়ে আবার প্রমাণ করেছেন, সালমান খান দর্শক টানতে পারেন।’

‘ভারত’ ছবিতে পাঁচ–পাঁচটি চরিত্রে একাই অভিনয় করেছেন সালমান খান। আর এতে করে বুঝিয়ে দিয়েছেন, ছবি হিট করানোর জন্য তিনি একাই এক শ। তবে ছবিতে ক্যাটরিনা কাইফের অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। ঈদের পর এ সপ্তাহের শেষে ছুটির দিনগুলোয় ‘ভারত’ ছবির আয় আরও বাড়বে, এমনটাই আশা করছেন সিনেমা হলের মালিকেরা। ইতিমধ্যেই উত্তর ভারতের বড় শহরগুলোর অধিকাংশ সিনেমা হলে ‘ভারত’ চলছে। সেই সিনেমা হলগুলোর প্রায় সব শো হাউসফুল।

‘ভারত’ ছবির দৃশ্য‘ভারত’ ছবির দৃশ্যএর আগে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫), ‘সুলতান’ (২০১৬) আর ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭) ছবিগুলো ৩০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছিল। এবার ‘ভারত’ও তেমন ব্যবসা করবে, এমনটাই আশা করছেন সালমান খানের ভক্তরা।

এদিকে অনলাইনে ‘ভারত’ ছবিটি ফাঁস করেছে পাইরেসি ওয়েবসাইট তামিলরকার্স। তারপরও ‘ভারত’ ছবির সাফল্য আটকানো যায়নি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST