ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
ঈদের ‘ইত্যাদি’বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় ইত্যাদি।

ঈদের ‘ইত্যাদি’বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় ইত্যাদি।

ঢাকা বিনোদন প্রতিবেদক,

রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচারিত হবে ঈদের ‘ইত্যাদি’। ঈদের পরদিন বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় ইত্যাদি। বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

প্রতিবারের মতো এ বছরও ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ইত্যাদি। গানটির সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। তাঁদের সঙ্গে ছিলেন নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্যশিল্পী। এবারের ঈদ ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মণ্ডল। গানটি লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতার অংশগ্রহণে রয়েছে ছন্দে-সুরে একটি ব্যতিক্রমী আড্ডা। একটি বিষয়ভিত্তিক গান ও নৃত্যে অংশ নিয়েছেন চিত্রতারকা ফেরদৌস, পূর্ণিমা এবং এই প্রজন্মের সিয়াম ও পূজা। এবারের ঈদ ইত্যাদির ব্যতিক্রমী মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী ইমন, নিরব, সাঈদ বাবু, নিপুন, সারিকা এবং কণ্ঠশিল্পী কনা। সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ ও নাভিদ পারভেজ। ব্যতিক্রমী উপস্থাপনায় আরব্য উপন্যাসের একটি গল্পের আদলে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী মীর সাব্বির, আনিসুর রহমান মিলন ও নাদিয়া।

ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত ইত্যাদির প্রতি ঈদের অনুষ্ঠানেই বিদেশিদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও ছিল ‘নারী স্বাধীনতা ও শিক্ষা’ নিয়ে মজার একটি পর্ব। সময়ের প্রতীক ঘড়ি দিয়ে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে একটি পর্বে অংশ নিয়েছেন টিভিতারকা অপূর্ব ও মিথিলা।

এ ছাড়া ঈদের ইত্যাদিতে ছিল নিয়মিত পর্ব মামা-ভাগনে ও নানি-নাতিসহ ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসাল নাট্যাংশ। ইত্যাদি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, পৃষ্ঠপোষক কেয়া কসমেটিকস লিমিটেড।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST