চট্টগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রামের মিরসরাই ট্রাজেডির ১১ বছর আজ ।আজ সোমবার (১১জুলাই/২২) সকালে দিবসটিকে স্মরণ করে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে শোক র্যালি-স্মরণসভার আয়োজন করা হয়েছে। ২০১১ সালের ১১ জুলাই এই দিনে বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় খেলা দেখে ফেরার পথে একটি মিনি ট্রাক উল্টে ৪০ জন স্কুলছাত্রসহ ৪৫ জনের মৃত্যু হয়।
২০১১ সালের ১১ জুলাই, মিরসরাই স্টেডিয়ামে ছিল বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় অংশ নিয়েছিল আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আঞ্জুমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিজয় মিছিল নিয়ে মিনি ট্রাকে চড়ে হৈ-হুল্লোড় করতে করতে বাড়ি ফেরার পথে স্মরণকালের মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃত্যুবরণ করে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩১জন ছাত্র। এছাড়া প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২জন, আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২জন, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, আবুতোরাব এস এম প্রাথমিক বিদ্যালয়ের ২জন, ক্রীড়ামোদী ২জন যুবক, ২ কিশোর, ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী একছাত্রের বাবা।