ফেনী প্রতিনিধি,
ফেনীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই ছাত্রলীগ নেতা বহিস্কার।আজ শনিবার (২০ আগস্ট /২২) সকালে বিষয়টি জানিয়েছেপাঁ চগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক।ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত ও প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে হুমকি-ধামকির ঘটনায় ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন ও সাজ্জাদ হোসেন সায়েমকে সংগঠনের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরামুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘উপজেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন সায়েম সংগঠন পরিপন্থী কাজ করায় তাদেরকে উক্ত পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো। সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবেনা এই মর্মে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।