ঘোষনা:
নীলফামারীতে জেলা ছাত্রমৈত্রীর দশম সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা ছাত্রমৈত্রীর দশম সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা ছাত্রমৈত্রীর দশম সম্মেলন,শহরে র্যালী

স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ ছাত্রমৈত্রী নীলফামারী জেলা কমিটির দশম সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ২৫ অক্টোবর/২২) দুপুরে নীলফামারী পৌরসভা মিলনায়তনে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রউফ।
প্রধান অতিথি হিসেবে জেলা ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায় ও বিশেষ অতিথি হিসেবে জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক আবিদ হোসেন বক্তব্য দেন।
জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বংশী নাথ রায়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
সম্মেলন শুরুর আগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রমৈত্রী ছাড়াও ওয়াকার্স পার্টির জেলা উপজেলা কমিটির নেতারা অংশ নেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST