কখনও ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন। কখনো বা ‘জিরো’ ছবিতে সহ-পরিচালক হিসেবে। তারই এবার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে নাচের অনুশীলন করছেন সুহানা। তিনি নিয়মিত মঞ্চে নাটক করেন। সে কারণেই এই অনুশীলন কিনা, তা অবশ্য খোলসা করেননি।
এর আগে, সুহানার বলিউডে কেরিয়ার শুরু করার প্রসঙ্গে শাহরুখ বলেছেন, আমার ছেলে বা মেয়ে কেউই অভিনেতা হওয়ার তালিম পায়নি। সুহানার অভিনয়ে আগ্রহ রয়েছে। আরিয়ান সিনেমা তৈরি করতে চায়। আর আব্রাম তো রকস্টার হওয়ার মতো সুন্দর…। তবে বার বার পড়াশোনা শেষ করে সন্তানদের কেরিয়ার শুরু করার ওপর জোর দিয়েছেন শাহরুখ।