ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা নীলফামারীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভারতে বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা কালো তালিকাভুক্ত
জয়া ও তিশা এক সিনেমায়?

জয়া ও তিশা এক সিনেমায়?

জয়া আহসান ও তিশাফ্যাশন জগতের ভেতরের নানা ঘটনা নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘স্বপ্নবাজি’। শোনা যাচ্ছে, এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান ও তিশা। পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমার এই ছবিতে জয়া আহসান ও তিশার অভিনয়ের ব্যাপারে আলাপ চলছে। আমিও চাই, এই ছবিতে তাঁরা দুজন অভিনয় করুন।’

‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা বানিয়ে আলোচিত হন পরিচালক রায়হান রাফি। তরুণ এই পরিচালক এরই মধ্যে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। ফ্যাশন জগতের ভেতরের নানা ঘটনা এই ছবির বিষয়বস্তু। ‘স্বপ্নবাজি’ নামের এই সিনেমার মূল ভাবনা ফ্যাশন ডিজাইনার পিয়াল হাসানের। ছবিটি তিনি প্রযোজনা করছেন। পি এইচ এন্টারটেনমেন্ট প্রযোজিত চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন শাহজাহান সৌরভ।

রায়হান রাফি জানান, চলতি মাসের শেষ দিকে ‘স্বপ্নবাজি’ ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পীর একসঙ্গে কাজ করার সম্ভাবনা আছে। বললেন, ‘ছবিতে এই দুজন অভিনয়শিল্পী থাকার সম্ভাবনা বেশি। গল্পের কারণে এই দুই শিল্পীর কথা ভাবা হচ্ছে। এর মধ্যে তিশার সঙ্গে আমার আলাপ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আলাপ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর জয়া আহসানের সঙ্গে অন্য মাধ্যমে কথা হয়েছে। আশা করছি, তাঁর কাছ থেকেও ইতিবাচক সাড়া পাব।’

‘স্বপ্নবাজি’ সিনেমার বিষয়টি নিয়ে জয়া ও তিশা দুজনের সঙ্গে কথা হয় প্রথম আলোর। জয়া আহসান বলেন, ‘আমার সঙ্গে ছবিটি নিয়ে সরাসরি কারও কথা হয়নি। তাই কিছু বলতে পারছি না। পরিচালক যদি ভেবে থাকেন, তাহলে কথা বলার পর সিদ্ধান্ত নিতে পারব, কী হচ্ছে বা না হচ্ছে।’

তিশা বলেন, ‘পরিচালক রায়হান রাফি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ছবির ব্যাপারে আলাপ হয়েছে। চূড়ান্ত কিছুই করিনি। এর মধ্যে একদিন গল্প নিয়ে আমাদের বসার কথা। গল্প শোনার পর যদি চরিত্রটি ঠিকমতো বুঝতে পারি, তাহলে হয়তো কাজটি করা হবে।’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST