ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি। আমি অসম্ভব ভয় পেয়েছিলাম ।

আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি। আমি অসম্ভব ভয় পেয়েছিলাম ।

বিনোদন ডেস্ক ,
‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনও দিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি। আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তার পরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’

টাইটানিক নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে রাত কাটানোর সুযোগ হারানোর আক্ষেপ এভাবেই ঝরে পড়েছে রিয়ালিটি তারকা হুইটনি পোর্ট এর মুখ থেকে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হুইটনি। সেখানে গিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানান । ২০০৯ সালে দ্য হিলস-এর তারকা হুইটনি জানিয়েছেন, এক দশক আগে ডিক্যাপ্রিওর সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন তিনি।

হুইটনি জানান, ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে তার দেখা হয়। তার সেখানে ফোন নাম্বার আদান প্রদান করেন।কয়েক মাস মেসেজে কথা বলার পর ডিক্যাপ্রিও তাকে ডেট-এ ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিয় সঙ্গে তার বাড়িতে যেতে চান না কিনা সেই প্রস্তাব দেন হুইটনিকে। না, ডিক্যাপ্রিয়র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

হুইটনির আক্ষেপ সেই গল্প এখন কাউকে বললে নাকি বিশ্বাস করতে চায় না। বর্তমানে রোজম্যানের সঙ্গে সংকার করছেন হুইটনি। তাদের আড়াই বছরের একটি ছেলে আছে। আর ডিক্যাপ্রিও অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST