ঢাকা প্রতিবেদক,
জেএসসি ও জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে ১০ শিক্ষা বোর্ডে ৬৫ হাজার ৮৪২ শিক্ষার্থী অনুপস্থিত ।এবং সারাদেশে ৭৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (৪ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিন ১০ শিক্ষা বোর্ডে ৬৫ হাজার ৮৪২ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অনিয়মের দায়ে সারাদেশে ৭৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়।
সারাদেশে মোট ২৯ হাজার ২৬২টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ২৯ হাজার ৬৭৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে। জেএসসি পরীক্ষা শেষ হবে ১১ নভেম্বর ও জেডিসি ১৩ নভেম্বর।
বোর্ডের তথ্যানুযায়ী, জেএসসিতে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১৪ হাজার ৭৯১ জন, রাজশাহীতে ৪ হাজার ৩৭৭, কুমিল্লায় ৩ হাজার ৯৪, যশোরে ৪ হাজার ৭৬৪, চট্টগ্রামে ৩ হাজার ৮০৯, সিলেটে ৩ হাজার ৭৮, বরিশালে ৩ হাজার ৯৮, দিনাজপুরে ৪ হাজার ৪১, ময়মনসিংহে ৩ হাজার ১৫৫ এবং মাদরাসা বোর্ডে ২১ হাজার ৬৩৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।এছাড়া ঢাকায় ৩২ শিক্ষার্থী, রাজশাহীতে ১, কুমিল্লায় ৪, যশোরে ১, চট্টগ্রামে ৪, বরিশালে ১২, দিনাজপুরে ৯, ময়মনসিংহে ৬ এবং মাদরাসায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এ বছর মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। গত বছর এ সংখ্যা ছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এবার জেএসসিতে পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন।