ঘোষনা:
পরেশ-উর্মিলা-একে অপরকে আক্রমণ ।আসন জিততে হলে কাজ করতে হবে ।

পরেশ-উর্মিলা-একে অপরকে আক্রমণ ।আসন জিততে হলে কাজ করতে হবে ।

মুম্বাই প্রতিনিধি,

বলিউডের দুই ডাকসাইটে তারকা এখন মল্লযুদ্ধে অবতীর্ণ। অবশ্যই তা ঢিসুম-ঢিসুম নয়। রাজনীতির ময়দানে একে অপরকে ল্যাং মারা।
একসঙ্গে তাঁরা একাধিক ছবিতে কাজ করেছেন। এখন একে অপরকে আক্রমণ করতে ব্যস্ত। একজন পরেশ রাওয়াল, অপরজন উর্মিলা মাতণ্ডকর। উত্তর মুম্বাইয়ে কংগ্রেসের প্রার্থী হয়ে উর্মিলা। আসন্ন লোকসভা নির্বাচন লড়তে চলেছেন। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল গুজরাটের পূর্ব আহমেদাবাদ কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাংসদ।

ঊর্মিলার কংগ্রেসের হয়ে নির্বাচন লড়া নিয়ে কটাক্ষ করেছেন পরেশ রাওয়াল। সিনেমার তারকারা রাজনীতিতে আসা নিয়ে বিজেপির এই সাংসদ বিদ্রূপের সুরে বলেন, ‘ভালো কথা—আসুন। তবে এঁদের কাজের দিকে বেশি মন দেওয়া উচিত’। ঊর্মিলাকে কটাক্ষ করে পরেশ বলেন, ‘গ্ল্যামার দিয়ে যতই লোকজন টানুন না কেন, আসন জিততে হলে কাজ করতে হবে। জনতা জানে, ওঁরা (যারা অভিনয় থেকে রাজনীতিতে আসেন) কতটা কাজ করতে পারবেন, কতটা নয়।’
তবে চুপ থাকেননি ঊর্মিলা। পাল্টা জবাবে তিনি বলেন, ‘সিনেমার জগৎ থেকে রাজনীতিতে এসেছি। আর এই জগতটাকে ভালো করে জেনেই এসেছি। চলচ্চিত্র তারকা লোকজনকে টানতে পারে বটে, তবে সাধারণ মানুষ কিন্তু বোঝে যে কার কী মর্ম।’
পরেশ রাওয়ালের দিকে আক্রমণ করে ঊর্মিলা বলেন, ‘মানুষ আসল নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারে। একজন অভিনেতা ভোট পাওয়ার জন্য হাত জোড় করছেন, না আসলে কাজ করতে চাইছেন—এটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয় না।’এই দুই বলিউড তারকা চায়না গেট, জুদাই, দৌড়, সত্যার মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এবার রাজনীতিতে দেখা যাক, কে কাকে টেক্কা দেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST