মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২০ অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু করে সারাদিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ , নীলফামারী সরকারী কলেজ, প্রফেসর দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.কে.এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ,নীলফামারী সরকারি কলেজের, প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া। সম্পাদক, শিক্ষক পরিষদ, নীলফামারী সরকারি কলেজ,নীলফামারী মোঃ জাহেদুল ইসলাম। বক্তব্যকালে প্রফেসর দেবীপ্রসাদ রায় বলেন আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষ শুরু হবে। তাই মুজিববর্ষ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানকে উৎসর্গ করতে চাই। তিনি বলেন শুধু নিয়মিত পড়াশোনার মধ্যে থাকলেই হবে না তার পাশাপাশি খেলাধুলা ও শরির চর্চা করতে হবে।কারণ শরির সুস্থ থাকলে পড়াশোনাতে মন বসবে এবং জীবনে উন্নতি আসবে।তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক শপ্ন ছিল।জাতির পিতা মাঝে না থাকায় তার স্বপ্ন বাস্তোবায়ন করছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ পুরনে জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি আজকের শিক্ষার্থীরাই হবে সূর্য সৈনিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নীলফামারী, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। সাধারন সম্পাদক, নীলফামারী জেলা ছাত্রলীগ মোঃ মাসুদ সরকাল। মহিলা ভাইস চেয়ারম্যান, সদর, উপজেলা পরিষদ,নীলফামারী সান্তনা চক্রবর্তী। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানে নীলফামারী সরকারি কলেজের সকল শিক্ষকবৃন্দ সহ সকল বিভাগের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।